মীর জাওয়াদ বিন জসিম (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি আত্মহত্যা নাকি কোনো দুঘর্টনা তা বলতে পারছে না পরিবার ও পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন।জাওয়াদ হাজারীবাগের ১১৭/২/২ নং স্বপ্নভাঙা আবাসিক এলাকার মীর জসিম উদ্দিনের ছেলে।
সোমবার (৮ অক্টোবর) রাত ১২ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর পিতা জসিম উদ্দিন জানান ঘটনার সময় আমরা বাসায় ছিলাম। পরে জানতে পারি আমার ছেলে ছাদ থেকে নিচে পড়ে গেছে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ পরিদর্শক মোঃ হানিফ হোসেন। তিনি বলেন সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে এসে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে নিহত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সাথে স্বপ্ন ভাঙ্গা আবাসিক এলাকায় বসবাস করতেন। রবিবার রাত সাড়ে এগারটার দিকে ঘটনাস্থলের বাসার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান ওই শিক্ষার্থী নিজেই লাফ দিয়েছিল নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলেছিল বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।