আজ দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। সরকারি আশেক মাহমুদ কলেজের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহরের পাঁচ রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে মাহমুদুল হাসান বিবেক, আল-আমিন রুহানি, ফয়সাল আহমেদ, আবিদ সৌরভ, আখিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদার দাবীতে এক ব্যবসায়ীকে নৃসংসভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়ানোর আহবান জানান।