রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার পৃথক দুটি মামলায় ১৯ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মামলার আসামি পৌরসভার কাউন্সিলর, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্ব-শরীরে উপস্থিত ছিলেন।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর সদর উপজেলার আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ আহম্মেদ এ আদেশ দেন।

জেলহাজতে প্রেরণকৃত আসামিরা হলেন, সাজ্জনকান্দার মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ সাজ্জাদুল কবির তানজিম, বড়লক্ষ্মীপুর গ্রামের মোঃ ইব্রাহিম মন্ডলের ছেলে মোঃ রফিকুল ইসলাম ( খোকন), কাজীকান্দা গ্রামের ওহাব আলীর ছেলে রিপন আলী, বেড়াডাঙ্গা এলাকার ছোহরাব মিয়ার ছেলে মোঃ দেলোয়াল হোসেন, সজ্জনকান্দা গ্রামের মোঃ নুরুল হকের ছেলে রিয়াজুল হাসান, হোসনাবাদ গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোঃ নূরে আলম, বেড়াডাঙ্গার নাসির উদ্দীনের ছেলে শামীম আহম্মেদ, কাজীকান্দার আওলাদ হোসেন খানের ছেলে নয়ন হোসেন খান, বিনোদপুরের শফিউর রহমানের ছেলে সাইফুদ্দিন আহম্মেদ সুজন, আয়ুব আলী শেখের ছেলে সুমন শেখ, লাল মোহাম্মদ খানের ছেলে মোঃ জামাল খান, দক্ষিণ ভবানীপুরের পান্নু সরদারের ছেলে আমিরুল ইসলাম, ভবানীপুরের মোঃ আব্দুস সামাদের ছেলে শফিক খান বাবু, রামকান্তপুরের মোঃ নুরুজ্জামানের ছেলে আল ফারহান ফাহিম, চরলক্ষ্মীপুরের আশরাফুল আলমের ছেলে অনিক হাসান খান, ভবানীপুরের আকবর আলীর ছেলে মোঃ আলহাজ শেখ, রামকান্তপুরের মোঃ করিম মোল্লার ছেলে মোঃ শাহিন মোল্লা, চরলক্ষ্মীপুরেরআব্দু গফুর খানের ছেলে মোঃ হাসেম খান ও বানীবহ গ্রামের আজহার মিয়ার ছেলে মোঃ জসিমকে  বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা (নং ১৪, জি আর ৩৩২/২০২৪, তারিখ ৩০/০৮/২০২৪  ধারা: বিস্ফোরক দ্রব্য আইন 1908) রুজু করা হয়েছিল।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক (২) বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় ১৯ আসামি হাইকোর্ট থেকে জামিনে ছিল। নিদিষ্ট সময়ে তারা নিন্ম আদালতে হাজির হয়ে আজ জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে।