রাজবাড়ীতে সাথী আক্তার (২৯) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার হোসনাবাদ গ্রামের রুবেল খার স্ত্রী। মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

শনিবার (০৫ এপ্রিল)  দুপুরে পুলিশ সদর উপজেলার হোসনাবাদ গ্রামের রুবেল খার বাড়ী থেকে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।

নিহত সাথীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ৩-৪ দিন ধরে সাথী আক্তারকে তার স্বামী নির্যাতন করে আসছিল। তাকে হত্যা করে স্ট্রোক করেছে বলে প্রচার করে হাসপাতালে ভর্তি করে। পরে তার মৃত্যু হয়। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন।

নিহত সাথীর শশুর বাড়ীর লোকজন বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে স্ট্রোক করে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রিফার্ড করে। পরে ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।