রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করা সরকার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের প্রায় ৫০ শতাংশের বেশি পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সড়ক পরিবহন মালিক গ্রুপের অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

সরকার পরিবহনের সুপারভাইজার শাহিন বলেন, আমাদের সরকার পরিবহনের বাসগুলো ট্রিপ শেষে মালিক সমিতির অফিসের সামনে ও স্টাফ কোয়ার্টারের ভেতরে রাতে পার্কিং করে রাখা হয়। সরকার পরিবহনের রাজবাড়ী ব-১১-০০৭০ রেজিস্ট্রেশনের বাসটি ১০/১৫ দিন ধরে স্টাফ কোয়ার্টারের মধ্যে ছিল। মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাত এক ব্যক্তির মাধ্যমে জানতে পারি, স্টাফ কোয়ার্টারের মধ্যে রাখা আমাদের একটি বাস আগুনে পুড়ছে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। 

সকালে বাসটি মেরামতের জন্য শ্রীপুর টার্মিনালে নিয়ে আসি। আমাদের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।