ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের  জন্য দোয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

লন্ডন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মো: রেজাউল করিমের উদ্যোগে  শুক্রবার(৮ আগষ্ট)  বিকেল সাড়ে পাঁচটার দিকে  উপজেলার শিবপুর বাজারে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনায় সভায় বক্তরা বলেন, আ.লীগ একটি খুনি দল। বাংলাদেশ তাদের আর রাজনীতি করার অধিকার নেই।  তারা যদি দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তাদের দাত ভাঙা জবাব দেওয়া হবে। 

আব্দুস সোবহান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দূর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট ও ৪ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব এনামুল হক বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।