রাজশাহী দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুজন (২৬) নামের এক অটোভ্যান চালকের নিহতের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় দুর্গাপুর-শিবপুর সড়কের সিংগা-রৈপাড়া বিলের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন রাজশাহী চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার নাজির উদ্দিনের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাযায়, শিবপুরগামী অটোভ্যানটি পিছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৮৬০৫) ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়।

‎খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।

‎এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।