কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর বিশেষ অভিযানে ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৭২ লাখ টাকা। এসময় একজন আসামীকেও আটক করা হয়।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটের দিকে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহল দলটি অভিযানটি পরিচালনা করে।
অভিযানে খুনিয়াপালং ব্রিজ এলাকা থেকে নুরুল আবছার (২৫) নামের একজন ইজিবাইক চালককে আটক করা হয়। পরে ইজিবাইকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
রামু ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।