বিএনপির অন্যতম নেতা মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওন রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা তথা পুরো রূপগঞ্জ বিএনপির নেতাকর্মীদের আস্থার ঠিকানা। তেমনি শাওন ভূঁইয়া শুধু একজন নেতা নয়, তিনি সত্যিকার অর্থে একজন চেইঞ্জ মেকার। একটি দেশের সার্বিক ও সুষম উন্নয়ন তখনই ঘটে যখন দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের উন্নয়নে উদ্ভাবনী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। রূপগঞ্জের তারুণ্যের অহংকার বিশিষ্ট শিল্পপতি হিসেবে সেই কাজ সঠিকভাবে করে যাচ্ছেন এই নেতা।
জাতীয় সংসদ নির্বাচনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষে‘‘আমরাই গরবো আগামীর রূপগঞ্জ” স্লোগানে রূপগঞ্জ বাসীর হৃদয়ে স্বপ্নের জাল বুনে যেন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন শাওন ভূঁইয়া, তা ধীরে ধীরে রূপগঞ্জ বাসীর স্বপ্ন বাস্তবায়নের পথে। মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওন বলেন, নারায়ণগঞ্জ ১ আসন হল রূপগঞ্জ বাসির ঠিকানা আর মোস্তাফিজুর রহমান দিপু হলো তাদের সেবক আর আমি তার সহ যোদ্ধা । সুতারাং সেবা দেয়া আমার লক্ষ্য ও উদ্দেশ্য।
রূপগঞ্জের নেতাকর্মীদের সুখে দু:খে যেমন পাশে থাকেন। তেমনি সকল জনগনের পাশে থাকেন। তার বক্তব্য রূপগঞ্জ বাসীর জন্য আমার দরজা ২৪ ঘন্টা খোলা। রূপগঞ্জ বাসীর যে কোন বিপদ আপদে আমি পাশে ছিলাম আছি এবং থাকবো। মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওনের এখন সকাল-সন্ধ্যা কাটে সাধারণ মানুষকে নিয়ে।
শাওন ভূঁইয়া মনে করেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা রূপগঞ্জের মাটিতে রাজনীতি করেছে। আমিও তাদের বাইরে নই। আমি কোন কুট রাজনীতি বুঝি না। ওই রাজনীতি করতেও চাই না। দেশ ও রূপগঞ্জের উন্নয়নের জন্য কোন কাজই আমি ভয় পাই না। আমি জনগনের মাঝেই থাকতে চাই। জনগনের শ্রদ্ধা-ভালোবাসা নিয়েই রাজনীতিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই। মানুষের ভালোবাসাকে জীবনের সবচেয়ে বড় অর্জন মেনে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চাই মানুষের কল্যাণে, ও দলের কল্যাণে।
দলের কোন নেতা-কর্মী অথবা কোন মানুষের বিপদের কথা শুনলেই ছুটে যান সেখানে তিনি। সব মিলিয়ে এই তরুন নেতা কর্মীদের মন জয় করে নিয়েছেন। যার ফলে তরুন নেতা মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওন যেভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন তাতে বলাই যায়, রূপগঞ্জে বিএনপির রাজনৈতিক আকাশে উজ্জল নক্ষত্র তিনি।
এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে রূপগঞ্জের যত নেতাকর্মী মামলা হামলা খেয়ে গ্রেফতার হয়েছেন, পলাতক রয়েছেন, তাদের সকলেরই পাশে তিনি সবসময থেকেছেন ও নেতৃত্বে দিয়েছেন।
তারাবো পৌর অনেক নেতা কর্মী বলেন বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে দীর্ঘ সময় কারাগারে আমি বন্দি রয়েছি। সে সময় তিনি আমাকে কারাগার থেকে মুক্তি করা সহ পরিবারের দেখভাল করেছেন। শুধু আমরাই নই রূপগঞ্জের শত শত নেতা কর্মীদের বিপদে-আপদে সবসময় পাশে ছিলেন রূপগঞ্জের তারুণ্যের অহংকার মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওন ।
তারাবো পৌরবাসীর একটাই প্রাণের দাবি মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওনকে আগামী দিনগুলোতে তারাবো পৌরসভার মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ করে দেওয়া হোক ।