নারায়নগঞ্জের রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগ শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম ভুঁইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন,রূপালী ব্যাংকের বরপা শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম, শহীদ ফারনা ফাইয়াজ পরিবারের সদস্য শফিকুল ইসলাম আপেল, খোকন ভূইয়া,নূরজ্জামান ভূইয়া,ফাইজুদ্দিন খান, সেলিম ভূইয়া, মহিউদ্দিন ভূইয়া, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ফাহিম ব্যাপারি, ইশতিয়াক ভূইয়াসহ অনেকে।