রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু বলেছেন, দীর্ঘ ষোল বছর আন্দোলন সংগ্রাম এবং হাজার হাজার নেতাকর্মীর জীবনের  বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে এবং বাংলাদেশের গণতন্ত্র পুণপ্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা নিয়ে আজকে দেশ বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপিকে নিয়ে দেশি-বিদেশি চক্র মিডিয়া ট্রাইলের মাধ্যমে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। গণতন্ত্র পুন প্রতিষ্ঠার  লড়াইয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নেই। বর্তমান সরকার জাতীয় নির্বাচন নিয়ে ভেলকিবাজি শুরু করেছে তারপরও আমরা তারেক রহমানের নির্দেশে বর্তমান সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। যদি দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে নির্বাচনের দাবিতে আবারো রাজপথে নামার সম্ভাবনা রয়েছে। ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এর সফল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে তারেক রহমানের নির্দেশ এলেই রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।

 তিনি গতকাল ২২ মার্চ (শনিবার ) জিয়া পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর তিলোত্তমা ইন্টারন্যাশনাল হোটেলের হলরুমে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
 জিয়া পরিষদ  রংপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ডঃ রোকনুজ্জামান, বদরগঞ্জ উপজেলার সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, পীরগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ সোনামিয়া, গংগাছড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, কাউনিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ গোলাম আযম, কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেন, রংপুর জেলা জজ কোর্টের নারী ও শিশু দমন আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মোঃ মোকসেদুল আলম সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা। সভায় রংপুর জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, তারেক রহমানের সুস্থতা, জুলাই আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন  জিয়া পরিষদ রংপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ আফসারুল ইসলাম।