২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হতে লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টার লংগদু রাঙামাটি কর্তৃক উপজেলা হর্টিকালচার হলরুমে ২০২৪/২০২৫ অর্থ বছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আনার ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়।
২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা উদ্যানতত্ত্ববিদ জনাব আসিফ মাহমুদ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
আদা, পেঁয়াজ, রসুন দারুচিনি, তেজপাতা সহ অন্যান্য মসলা জাতীয় ফসলের চাষাবাদের নানা দিক নিয়ে আলোচনা করে প্রশিক্ষক আসিফ মাহমুদ, পাহাড়ে কৃষকদের বাড়ির আশপাশের পরিত্যক্ত ও পতিত জমিতে মসলা চাষ করে অনেক লাভবান হতে পারবে কৃষকরা। এসব মসলা চাষের মাধ্যমে পাহাড়কে মসলার পাহাড় হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আমদানি নির্ভর মসলার চাষ ও উৎপাদন করে এলাকার চাহিদা মিটিয়ে গোটা দেশে মসলার চাহিদাও মেটানো সম্ভব তিনি আরোও বলেন বস্তায় আদা ও পেঁয়াজ চাষ গৃহস্থালির চাহিদার পাশাপাশি বানিজ্যিক ভাবে লাভবান হওয়ার উপর গুরুত্ব কৃষকদের মাঝে তুলে ধরেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্যান কর্মকর্তা জনাব নাছির উদ্দিন।