অনুষ্ঠানে অত্র এলাকার কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেন সবুজগিরি ফাউন্ডেশন।
সাইফুল ইসলাম এর সভাপতিত্বে মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত লংগদু প্রেসক্লাবের সভাপতি এবি এস মামুন, সবুজ গিরি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন , সবুজ গিরি একটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এ সংগঠনের মূল উদ্দেশ্য শিক্ষা, ক্রীড়া ও সামাজিক, সাংস্কৃতিক ও মানবতার কল্যাণে কাজ করে যাবে।
প্রধান অতিথি এলাকার কৃতী শিক্ষার্থী মহিনুরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন,সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে জিপিএ- ৫ পেয়ে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। অন্যান্য স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝেও সম্মাননা পুরস্কার তুলে দেন।