নারায়নগন্জ জেলার আড়াইহাজার থানার শিক্ষা নগরী গোপালদী পৌরসভার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোপালদী আদর্শ বিদ্যানিকেতনে এবারের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় শতভাগ বৃত্তি অর্জন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।পৌরসভার মধ্যে বিদ্যালয়টির অবস্থান ০১ এ পৌঁছে গেছে বলে জানা গেছে।
মূল বিষয় ঃগোপালদী আদর্শ বিদ্যানিকেতন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এ ১১ জন অংশ গ্রহণ করে ১১ জনই বৃত্তি পেয়েছে। ৮টি টেলেন্টপুল, ৩টি জেনারেল। তাদের এই সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক, অত্র বিদ্যালয়ের উপাধ্যক্ষ এবং সর্বোপরি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ।
যারা বৃত্তি পেলোঃ
১। আমির হামজা আযান ভূইয়া।
বৃত্তির ধরণঃ টেলেন্টপুল
২। আবু আনাস
বৃত্তির ধরণঃ টেলেন্টপুল
৩। নুসরাত আক্তার দিমা
বৃত্তির ধরণঃ টেলেন্টপুল
৪। আয়েশা কাদরিকা
বৃত্তির ধরণঃ টেলেন্টপুল
৫। নিঝুম সাহা
বৃত্তির ধরণঃ টেলেন্টপুল
৬। সানজিদা ইসলাম ফারিন
বৃত্তির ধরণঃ টেলেন্টপুল
৭। অনিমা ইসলাম
বৃত্তির ধরণঃ টেলেন্টপুল
৮। জান্নাতি রহমান
বৃত্তির ধরণঃ টেলেন্টপুল
৯। মানছুর রহমান
বৃত্তির ধরণঃ জেনারেল
১০। মাহফুজ আলম ফাহিম
বৃত্তির ধরণঃ জেনারেল
১১। সাদিয়া নুর শিফা