লক্ষীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় তারুণ্যের উৎসব-২০২৫ কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ জালাল উদ্দিন লিটন, তিনি বলেন শিক্ষা বিপ্লবের মাধ্যমে তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। তিনি আরো বলেন শিক্ষা উন্নয়নে আমরা কাজ আগেও করেছি এখনো করবো, বিশ্বায়নের এ যুগের চ্যানেন্স মুকাবিলায় আমরা এ স্কুলের ছাত্র-ছাত্রী তৈরি করবো যারা আগামীর বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য আগামী এসএসসি পরীক্ষায় যারা A+ প্লাস পাবে তাদেরকে ১০ হাজার টাকা করে পুরুষ্কার দেয়ার ঘোষণা দেন। স্কুলের প্রধান শিক্ষক সফি উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত জহিরুল ইসলাম, একাডেমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন। বেগমগঞ্জ স্কাউটসের কমিশনার মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক সফি উদ্দিন এর সহধর্মিণী ও শিক্ষানুরাগী সালমা আক্তার রুমা, অটো রাইস মিলস এর স্বাধিকারী দেলোয়ার হোসেন। পরে স্কুলে বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্যে এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে স্কুলের প্রধান শিক্ষক সফি উদ্দিন বেগমগঞ্জ উপজেলার স্কাউটের সম্পাদক নির্বাচিত হওয়ার শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করে