বগুড়ার শিবগঞ্জে প্রাকৃতিক দূর্যোগ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে সহায়তা প্রদান করলো উপজেলা প্রশাসন।
বুধবার বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২০২৪-২৫ অর্থ বছরের প্রাকৃতিক দূর্যোগ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে এ ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ অর্থের চেক বিতরণ করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান উপস্থিত থেকে ১০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করে।
ভুক্তভোগী আকবর আলী বলেন, আমার ঘরের টিন ঝরে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অর্থের অভাবে আমি ঘরের চাল মেরামত করতে পারছিলাম না। উপজেলা প্রশাসনের সহায়তায় আমি আমার ঘরের টিন পেয়েছি। এ সহায়তা পেয়ে আমার পরিবারের অনেক উপকার হলো।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফাইমা আক্তার।