দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা'র কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) কক্সবাজারের অভিজাত হোটেল বীচওয়ে হল রুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে সাংবাদিক সমাজের উজ্জ্বল উপস্থিতি ও প্রাণবন্ত আলোচনা কর্মশালাটিকে প্রাণবন্ত করে তোলেন।
কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক নুরুল আমীন হেলালী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা'র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদ।
কর্মশালার প্রধান আলোচক ছিলেন সংস্থা'র মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংস্থা'র প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মোঃ শাহজাহান মোল্লা, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, নীতি নির্ধারক সদস্য মোঃ আলমগীর গনি, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল,সংস্থা'র প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন এর সুযোগ্য পুত্র দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক মুহাম্মদ মনজুর হোসেন এবং অর্থ সচিব মোঃ আবেদ আলী। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি আয়াজ রবি,মতামত ব্যক্ত করেন সহসভাপতি খুরশেদ আলম,জেলার অর্থ সম্পাদক নাসিমা আক্তার,চকরিয়া কমিটির সভাপতি জামাল হোসেন,টেকনাফ কমিটির সভাপতি নুরুল হোসাইন,মহেশখালী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হ্যাপী করিম প্রমুখ। এতে জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি।