আজকের শিশু কিশোর আগামীর অগ্রযাত্রা ও উন্নয়নের অংশীদার । এরা সুশিক্ষায় শিক্ষিত হলে এগিয়ে যাবে জাতির ভবিষ্যৎ। কিন্তু মোবাইল ও ইন্টারনেট প্রজন্ম কিভাবে বেড়ে উঠবে ও শিক্ষিত হবে তা ভেবে দেখার সময় এখনই।

 প্রথমত, বিশ্বব্যাপী ঘটে যাওয়া করোনা মহামারীর সাক্ষী হয়েছে আমাদের নবীন প্রজন্ম। এ থেকে শেখার মতো কি রয়েছে তা তাদের সামনে তুলে ধরা প্রত্যেক অভিভাবক ও শিক্ষকদের করণীয়। দ্বিতীয়ত, মোবাইল ও ইন্টারনেটে পর্ণ ও গেমস আসক্তি শিশু কিশোরদের মানসিক বিকাশে কতটা ক্ষতিকর সেটা সহজেই অনুমেয়। তৃতীয়ত, মাদকাসক্তি মানসিক বিকাশে কিশোর ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ব্যাপারে বিশেষজ্ঞগণ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন ।

১। শিশু কিশোরদেরকে নামাজ আদায়ে, নামাজের অভ্যাস গঠনে উৎসাহ প্রদান এবং আত্মিক ও মানসিক প্রাপ্তিতে উদ্বুদ্ধ  করা। 

২। মোবাইল ও ইন্টারনেট ব্যবহার সীমিত করা এবং সামাজিক কার্যক্রমে তাদেরকে অংশীদার করা।

৩। খেলাধুলা সামগ্রী কিনতে আর্থিক সহায়তা ও পুরস্কারের ব্যবস্থা করা।

৪। স্কুল, কলেজ ও মাদ্রাসা সমূহে সহ পাঠক্রম সংক্রান্ত কার্যক্রম, যেমন :সংগীত,বিতর্ক,অভিনয়,আবৃতি ইত্যাদি কার্যক্রম  নিয়মিতভাবে অব্যাহত রাখা।

৫। ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করা।

আমাদের শিশু কিশোর সুস্থ, স্বাভাবিক ও স্বাচ্ছন্দে বেড়ে উঠুক এমনটাই প্রত্যাশা সকলের।