শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ৩৩ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ৩৩ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক।

জানা গেছে, সূচনা ফাউন্ডেশনের নামে ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) ফান্ড থেকে ৩৩ কোটি ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের পুতুল। এ কাজে তাঁকে সহযোগিতা করছেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (BAB) সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। তাকেও এ মামলায় আসামি করা হয়েছে।

২০১৪ সালে প্রতিবন্ধীদের সহায়তার উদ্দেশ্যে সূচনা ফাউন্ডেশন গঠিত হয়। তখন সায়মা ওয়াজেদ পুতুলকে দুই বছরের জন্য চেয়ারপারসন করা হয়। এরপরে তিনি জাতীয় স্টিয়ারিং কমিটির উপদেষ্টা কমিটির প্রধান হন।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৬ সাল থেকে সূচনা ফাউন্ডেশন বিভিন্ন বেসরকারি ব্যাংকের সিএসআর ফান্ড থেকে অর্থ সংগ্রহ শুরু করে। ২০টি ব্যাংক সূচনা ফাউন্ডেশনে অর্থ দিয়েছিল, সেই ব্যাংকগুলোর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অর্থ সাধারণত স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের মতো খাতে ব্যয় করার কথা ছিল। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, সিএসআর ফান্ডের ৩০% স্বাস্থ্য, ৩০% শিক্ষা এবং ২০% দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু খাতে ব্যয়ের বিধান আছে।

কিন্তু এই অর্থ কিভাবে এবং কোন খাতে খরচ করা হয়েছে, তা জানার জন্য  সূচনা ফাউন্ডেশনে দুদক থেকে চিঠি পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। দুদকের এক অভিযানে প্রতিষ্ঠানটির অস্তিত্বও পাওয়া যায়নি। মামলার এজাহারে বলা হয়েছে, ভুয়া রেকর্ডপত্রের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। দুদক প্রাথমিক অনুসন্ধানে এর প্রমাণও পেয়েছে ।

সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য জমাকৃত অর্থ অপব্যয় এবং আত্মসাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।