শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার
রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে নারি,পুরুষ,শিশু সহ ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (১১ জুলাই) ভোরে নালিতাবারি উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্তের পানিহাটা নামক স্থান দিয়ে প্রতিপক্ষ ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্প কর্তৃক এই পুশইন করা হয়। এদের মধ্যে পুরুষ-৪, মহিলা ৬ জন। ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানায়, গত ২ বছর
আগে কাজের সন্ধানে তারা বাংলাদেশের
বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লীতে অবস্থান করেছিল। ভারতীয় পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদের নিকট কোন বৈধ কাগজপত্র/ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় তাদেরকে আটক করে গত ২-৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী হতে গৌহাটিতে নিয়ে আসে।
পরবর্তীতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর প্রতিপক্ষ ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্প কর্তৃক উক্ত নাগরিকদেরকে বাংলাদেশে পুশইন করে। উক্ত আটককৃত নাগরিকগণ এবং তাদের নিকট আত্মীয়দের সাথে যোগাযোগের মাধ্যমে প্রাথমিকভাবে জানা
যায়,সকলেই সাতক্ষীরা জেলার তালা থানার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা। আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে সীমান্তরক্ষী বিজিবি।