বগুড়ার শেরপুরে ফ্লাই ওভার সহ ১১ দফার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহি সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ এর নেতৃত্বে একটি বিশাল মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

বগুড়ার শেরপুরে ফ্লাই ওভার সহ ১১ দফার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহি সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ এর নেতৃত্বে একটি বিশাল মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় শেরপুর বাসস্ট্যান্ড এলাকার ফোরলেন বিশ্বরোডের পূর্ব পার্শ্বে দিয়ে উত্তরে উপজেলা পরিষদ এবং দক্ষিণে সাউদিয়া হোটেল পর্যন্ত প্রায় দুই হাজার লোকের সমন্বয়ে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী, ও শিক্ষকবৃন্দ, কৃষক ও সাধারণ মানুষ অংশ নিয়েছে।

প্রধান অতিথি হিসাবে কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, আমি ২০১২ সালে  স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে শেরপুর রক্ষা আন্দোলন শুরু করি কিন্তু স্বৈরাচার সরকারের আমলে  ফোরলেন রাস্তার পরিকল্পনায় ফ্লাই ওভার থাকলেও কিছু স্বার্থান্নেষী মহলের সুবিধার কারনে বাতিল হয়েছে। আমাদের শেরপুরের উপর দিয়ে বগুড়ায় গ্যাস যাওয়ার পরেও আমাদের শেরপুরে গ্যাস দেওয়া হয়নি। আমরা ফ্লাই ওভার সহ, গ্যাস, নদী খনন, রেল স্টেশন, বাস টার্মিনাল, শিশূ পার্ক, স্টেডিয়াম, পৌরসভার সীমানা বৃদ্ধি সহ ১১ দফার দাবী বাস্তবায়নের দাবী করছি।

অন্যান্যের মধ্যে শেরপুর উলিপুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, বিশিষ্ট শিল্পপতি শফিকুল ইসলাম শিরু, তরকারী ব্যবসা সমিতির সভাপতি আব্দুস সালাম, মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আফসার আলী, কমিউনিস্ট পার্টির সভাপতি হরি শংকর সাহা, কিন্ডার গার্টেন সমিতির সভাপতি মিজানুর রহমান, ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা দেন।