শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর বাজারে পথ সভার আয়োজন করে গাজীপুর জেলার কালিয়াকৈর পৌর শ্রমিক দল। ১ লা দিবস কে সফল করার লক্ষ্যে এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। কালিয়াকৈরে পৌরসভার বিএনপির সাবেক মেয়র মজিবুর রহমানের নির্দেশনা অনুযায়ী এ আয়োজনে যোগদান করেন যুবদল, শ্রমিকদল, জাতীয়তাবাদী দল এবং ছাত্রদলের অর্ধশত নেতা কর্মী। এ সময় বক্তারা ব্যবসায়ীদের সজাগ থাকার অনুরোধ জানান এবং সকল ধরনের চাঁদাবাজি হুমকি ধামকিকে রুখে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির নেতা কর্মীরা। এ সময় বক্তৃতা দেন কালিয়াকৈর পৌর বিএনপির সদস্য সচিব আমজাদ হোসেন, "তিনি বলেন কালিয়াকৈর এই পুরাতন বাজার নিয়ে ষড়যন্ত্র চলছে নতুন একটা বাজার হচ্ছে সেখানে পুরাতন বাজারের দোকানগুলো নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যা আপনাদের ব্যবসায়ীক ক্ষতি আপনারাই আমাদের থেকে এটা ভালো বোঝেন। নতুন বাজারে একটা বহুতল মার্কেট হয়েছে ওই মার্কেটটা চালানোর উদ্দেশ্যে এতো রাজনীতি তাই সকলে সজাগ থাকবেন এতো ঐতিহ্যবাহী সুন্দর একটি বাজার কেউ ধ্বংস করতে পারবে না। এই বাজারের সবাইকে আমরা চিনি এমনকি পারিবারিকভাবে সবার সাথে আমরা পরিচিত । আপনাদের উপকার হবে এই বলে আপনাদের ওখানে যাওয়ার কথা বলবে এখানে আবার দেখবেন শিরিন শারমিন এর ভাগিনা আসছে নাহয় অমুক আসছে তমুক আসছে এই হলো ব্যাপার। এই বাজারের কোনো ব্যবসায়ীর ক্ষতি করার চেষ্টা করলে আমরা ঢাল হয়ে দাড়াবো এই বাজার আগে পরিচালনা করেছেন সাবেক মেয়র সাহেব এখন টিএনও সাহেব পরিচালনা করছেন কেউ কি আপনাদের অত্যচার করছেন আমাদের বিএনপির লোক কি আপনাদের অত্যচার করছেন এমন প্রশ্ন করেন তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে। তিনি আরো বলেন তাহলে কেন বাজার কমিটি নিয়ে এতো ক্যাচাল নির্বাচন করে আপনারা কমিটি দেন গণতান্ত্রিক উপায়ে যে পারে সে ক্ষমতায় বসুক, গণতন্ত্রের জন্য আমরা এই আন্দোলন করেছি তাই একটা জায়গায় ও গণতন্ত্র ছাড়া বসতে দেওয়া হবে না " এরপর সবাইকে মেয়র মজিবর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় প্রগ্রামে উপস্থিত থাকার অনুরোধ জানান বক্তারা। এর পর বাজারের ভিতর থেকে মিছিল নিয়ে কালিয়াকৈর বাস স্টেশনে গিয়ে থামে এই পথযাত্রা।