খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতার কারণে আগুন আশপাশে ছড়িয়ে বড় ধরনের ক্ষতি করতে পারেনি। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন।