"জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন এবং দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে করণীয়" শীর্ষক মতবিনিময় সভা অদ্য রোজ শনিবার ২১ জুন শ্রীমঙ্গল উপজেলার ৯ নং সাতগাঁও ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, বিশেষ অতিথি ইউপি সদস্য/সদস্যা শান্তনা বাড়াইক, প্রতিমা রাণী দাশ, বিকাশ দত্ত,দুলাল বোনার্জী, ঈশ্বর চন্দ্র কালিন্দী, আয়োজক উপদেষ্ঠা দিলীপ কৈরী, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট সভাপতি পরিমল সিং বাড়াইক সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের অফিস সহকারি সহ স্থানীয় নারী নেত্রী,শিক্ষিকা, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত মতবিনিময় সভায় চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু,শান্তনা বাড়াইক,প্রতিমা রাণী দাস,বিকাশ দত্ত,ঈশ্বর চন্দ্র কালিন্দী, দুলাল বোনার্জী, দিলীপ কৈরী, চা শ্রমিক সচেতন পঞ্চম কৈরী, শিক্ষিকা বাসন্তী তাঁতী,পরিমল সিং বাড়াইক, মনোজ কুমার তাঁতীসহ প্রমূখ বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন চা বাগানে চা শ্রমিকরা এককালীন ভাতা ৫০০০/৬০০০ টাকা পায় তার তালিকা চা বাগান পঞ্চায়েত কমিটি ও বাগান ম্যানেজম্যান্ট করে থাকে। এককালীন ভাতা প্রতি বছর ঘুরে ফিরে একই পরিবারের দুই তিনজন ব্যাক্তি পেয়েছে আমি জানতে পেরেছি।
চা শ্রমিক এককালীন ভাতা চা বাগানে কর্মরত চাকুরীজীবী স্টাফরা পায় এটা কিভাবে সম্ভব।
চা বাগানে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন না হওয়া অনেক চা শ্রমিক তাদের ন্যায্য অধিকার ও জনর্দূভোগ ভোগান্তির সুষ্ঠু ন্যায় বিচার সমাধান পাচ্ছে না। চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন হয় নাই সেহেতু চা বাগানে পঞ্চায়েত কমিটি অবৈধ। চা শ্রমিক এককালীন ভাতা চা বাগানে স্থায়ী ও অস্থায়ী চা শ্রমিকের পাওয়ার অধিকার আছে। কারণ চা শ্রমিকরা অসহায়, হতদরিদ্র পরিবার একাকালীন ভাতা পেলে অনেক উপকৃত হবে মতামত প্রদান করেন। চা বাগানে অনেক স্থায়ী চা শ্রমিকরা'ই এককালীন ভাতা পায় নাই। চা বাগানে চিকিৎসা কেন্দ্র রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঔষধ সেবা নেই। ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন সমস্যা, নিরাপদ সুপেয় পানির সমস্যা,বিদ্যালয় সংকট, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা, শিক্ষা ভাতা চালুর ব্যবস্থা, স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ বিষয় শিক্ষা প্রদান উপরোক্ত বিষয় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত আলোচনা করে সর্বাত্মক প্রচেষ্টা ও সুব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় শুভেচ্ছা ও সমাপনি সভাপতিত্ব বক্তব্য পরিমল সিং বাড়াইক, প্রকল্প পরিচিতি বক্তব্য মনোজ কুমার তাঁতী, প্রকল্পের সমন্বয়কারী জিয়ানা মাদ্রাজী' র সঞ্চলনায়, আয়োজন করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন,নাগরিক উদ্দ্যোগ,সহযোগিতায় Brot for die Welt(BdW), FOUNDATION For A JUST SOCIETY( fjs)।