টাঙ্গাইলের সখীপুরের নলুয়া এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

টাঙ্গাইলের সখীপুরের নলুয়া এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
 রোববার আনুমানিক রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ঐ এলাকায় একটি চায়ের দোকানে  অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃত ওই নারী মাদক ব্যবসায়ী উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া এলাকার মেছের আলীর স্ত্রী নার্গিস আক্তার(৪৫)।এসময় তার নিকট থেকে নগদ ২৪ হাজার ৪শ’ টাকা,৯০পিচ ইয়াবা,২০গ্রাম গাজাসহ মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করেন।চা বিক্রির অন্তরালে তিনি দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছিলেন।এ অভিযানে নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন সাকিব জানান,ঐ নারী চা-বিস্কুটের দোকানের  ভিতরে মাদকের ব্যবসা করত।ঐ নারীর স্বীকারোক্তিতে জানা যায়,তিনি ঢাকা থেকে  নিয়মিত মাদক আনা-নেওয়া করত।তিনি আরও জানান,জনস্বার্থে মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।