অবৈধ ফসলী মাটি কাটার কাজে নিয়োজিত দুটি ব্যাক-হো(Excavator) অকেজো করা হয়। রাত ১১টা হতে ১টা৫০মিনিট পর্যন্ত ফসলী জমির মাটি কাটার বিরুদ্ধে দাগনভূঞা পৌরসভা ও ২নং রাজাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটা কাজে নিয়োজিত দুইটি ব্যাক -হো (এস্কেভেটর)জব্দ করে। অভিযানে নিয়মিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত মাটি খেকো দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফসলী জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা দাগনভূঞা উপজেলা প্রশাসন অব্যাহত রয়েছে।