ফরিদপুরের সদরপুরে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে বাড়িতে হামলার সময় এক নারী গুরুতর আহত ও লুটপাটের ঘটনা ঘটেছে

ফরিদপুরের সদরপুরে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে  বাড়িতে হামলার সময় এক নারী গুরুতর আহত  ও লুটপাটের ঘটনা ঘটেছে।  গতকাল শনিবার  দুপুরে  উপজেলার ঢেউখালী ইউনিয়নের নিতুম ডাঙ্গী গ্রামের  মোঃ চানমিয়া হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। মোঃ চান মিয়া হাওলাদার জানায়, আমি দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ থাকায় বাড়ীতে মদি দোকান করি। ঘটনারদিন আমি দোকানে ছিলাম টাকার লেনদেনের জের ধরে আমাদের প্রতিবেশী দেলোয়ার শেখের স্ত্রী রোকসানা আক্তার(৩৫) দোকানের সামনে আসিয়া গালাগালি শুরু করে।  গালাগালি শুনে আমার স্ত্রী বাড়ির ভিতর থেকে দোকানের মধ্যে আসলেই আমার স্ত্রীর চুল ধরে টানা হেঁচড়া করে  একপর্যায়ে   রোকসানার হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় বারী মারে সাথে সাথে আমার স্ত্রী পারুল আক্তার মাটিতে পড়ে যায়।  আমি  অসুস্থ  মানুষ তখন আমার স্ত্রীকে ধরে চিৎকার করতে থাকি।  তখন রোকসানা আমার দোকানে গিয়ে ভাঙ্গচুর করে ক্যাশে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেয়। পরে এলাকার লোকজনের সহযোগিতায় আমার স্ত্রীকে সদরপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দূত ভর্তি নির্দেশ দিলে তাকে ভর্তি করা হয়।আমার   স্ত্রী বাদী হয়ে সদরপুর থানায় একটা অভিযোগ দায়ের করেছে।    অভিযুক্ত রোকসানা আক্তার বলেন,  আমি আর আমার প্রতিবন্ধী ছেলে পারুলের দোকানের সামনে গেলে আমাকে গালাগালি করে এবং আমার প্রতিবন্ধী ছেলেকে মারতে থাকে। আমার ছেলেকে সদরপুর হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করেছি।  ঘটনার প্রসঙ্গে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোতালেব হোসেন বলেন ঘটনার অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।