ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে

ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর শাখার সভাপতি মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর  সভাপতিত্বে আয়োজিত ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন। 
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন ও ভাঙ্গা) , মনোনিত এমপি  পদপ্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান মোল্লা । 
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবু নাসির আইয়ুবী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মিজানুর রহমান ফরিদী, হাফেজ আব্দুল আইয়াল, মুফতি জাকারিয়া, মাওলানা আসাদুজ্জামান, হোফেজ ক্বারী মাহবুবুর রহমান প্রমূখ। 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, শ্রমিক  মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।