বিবাদীগন বিভিন্ন সময় সরকারি রাস্তায় ভুট্টা, ধান সহ রবি শস্য শুকাইতে দিলে বিভিন্ন সময় যানবাহন দূর্ঘটনার স্বীকার হয়। ঘটনার দিন ইং ১১/০৫/২০২৫ তারিখ অনুমান ১১.৩০ ঘটিকার সময় আমি সহ মোট ০৩জন বিবাদীগনের বসত বাড়ীর সামনে সরকারি পাঁকা রাস্তা দিয়ে মটর সাইকেল চালাইয়া যাওয়ার সময় বিবাদীদের দেওয়া রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভুট্টার কারনে আমরা মটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হই এবং মটর সাইকেলের কিছু অংশ ক্ষতি গ্রস্থ হয়। ব্যাপারে বিবাদীগনের সঙ্গে কথা বলিতে গেলে বিবাদীগন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন বিবাদী আমাদেরকে উদ্দেশ্যে করিয়া অশ্লীল ভাষায় গালি-গালাজ করিতে থাকে। আমি, আমার সঙ্গে মোঃ রবিউল আমিন নিরব মোঃ ফেরদৌস আলী  গালি-গালাজ সংক্রান্তে নিষেধ করিলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমাদেরকে এলোপাথারী মারপিট করিয়া হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম করে এবং প্রান নাশের হুমকি দেখায়। বিবাদীগন প্রকাশ্যে আরো ভয়ভীতি সহ হুমকি দেয় যে, এই রাস্তা দিয়ে মটর সাইকেল চালাইলে যেকোন সময় যেকোন মুহত্তে আমাদেরকে মারপিট করিয়া হাত-পা ভেঙ্গে দিবে বা প্রানে মারিয়া ফেলিবে। এমনকি যেকোন ধরনের মামলায় ফাঁসাইয়া জেল হাজত খাটাইবে মর্মে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে। ঘটনার বিষয়ে উপস্থিত সাক্ষী ১। মোঃ মেহেদী হাসান (১৮) ফোন নং-০১৩০৫-১১৮৫২৬, পিতা-মৃত আঃ মতিন ২। মোঃ শামীম হোসেন (১৮) ফোন নং-০১৯৯৬-৫৯৭৪৪০, পিতা-মোঃ লিটন মিয়া, উভয় সাং সদাগড়, ইউপিঃ রাজারহাট, থানাঃ রাজারহাট, জেলাঃ কুড়িগ্রামদ্বয় সহ অনেকে আগাইয়া আসিয়া সমস্ত ঘটনা দেখিয়াছেন ও শুনিয়াছেন। আমরা অসুস্থ অবস্থায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইয়া প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। বিষয়টি নিয়ে স্থানীয় মহৎগনের সহিত আলোচনা করিয়া অভিযোগ করিতে বিলম্ব হইল।