মুন্সীগঞ্জের সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের মতবিনিময় সভায় সাংবাদিক দের বের হয়ে যেতে বললেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাদের সাথে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নাহিদ রসুলের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ব্যানারে সংবাদিকদের নাম থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর সাংবাদিক দের সেখান থেকে বের করে দেন।এ বিষয়ে সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল বলেন, সবাইকে দাওয়াত দেয় নি। শুধু ক্লাবের সভাপতি কে দাওয়াত দিয়েছে। এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর বলেন, আপনারা কিছু মনে করবেন না। শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় হবে। সাংবাদিক ভাইদের এটা ভুল হয়েছে।