ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নব গঠিত বিএনপির কমিটিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। সোমবার সকালে উপজেলা সদরে উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন মাষ্টার ও তার নেতৃত্বে কয়েক শত কর্মী জড়ো হয়ে নতুন কমিটির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরকে উদ্দেশ্য করে নানা রকম উচ্চবাক্য শুরু করেন।
তখন নতুন কমিটির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর স্থানীয় ভুমি অফিসে অবস্থান নেন এবং সেখানে তিনি ঘন্টা ব্যাপী অবরুদ্ধ ছিলেন। ভুমি অফিসের সামনে  সাবেক সেক্রেটারী আনোয়ার হোসেন মাষ্টারের অনুসারীরা দলবদ্ধ হয়ে অবস্থান নেন। অবস্থার পরিস্থিতি খারাপের দিকে গেলে খবর পেয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসানের নেতৃত্বে বেশকিছু পুলিশ সদস্য তাকে উদ্ধার করে নিজ বাড়িতে পৌছে দেন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন মাষ্টার ও তার কর্মীরা জানান, এটা একটা ঘরোয়া ও পকেট কমিটি, যে কমিটিতে স্থান পেয়েছে বেশির ভাগ অরাজনৈতিক ও অন্য দলের লোকজন, এ কমিটিতে বেশি স্থান পেয়েছে বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে ছিলো না এবং সাধারণ সম্পাদক ও সভাপতির পরিবারের লোকজন। এ কমিটি অনতিবিলম্বে বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে কমিটি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।