মানব বন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

পটুয়াখালী বাউফলে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বাংলা নিউজের জামালপুর করেসপন্ডেন্ট সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিকরা মানববন্ধন করেছে। বুধবার (২১জুন) সকাল ১১টায় উপজেলার হাসপাতাল রোডস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিএম মশিউর মিলন, সাংবাদিক শিবলী সাদেক, বাউফল প্রেসক্লাবের সহ-সাধানরণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ। এসময় দৈনিক অধিকার প্রতিনিধি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানব বন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারা দেশে চোর, বাটপার ও দুর্নীতিবাজদের একমাত্র বাধা সাংবাদিক। তাই সকল অপশক্তি একত্রিত হয়েছেন সাংবাদিকদের কন্ঠরোধ করতে। হাজারো শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর কিছু সাংবাদিক শহীদ হলে যদি দেশ দূর্নীতি মুক্ত হয় তবে আমরা পিছু পা হবো না।

সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা। উলেখ্য গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোলাম রব্বানী নাদিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা
পৌনে ৩টার দিকে মারা যান তিনি।