এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসের জন্য বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। তিনি বাকি সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার অফিসার ফোর্সদের সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও মেসে উন্নত খাবার পরিবেশনা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করার উপর গুরুত্বারোপ করেন।
সভায় কনস্টেবল/৩১৪ কাজী মাসুদুর রহমান, কনস্টেবল/১২৩৯ শ্রী তুষার কান্তি ঘোষ, কনস্টেবল/৩২৯ প্রণব কুমার দে এর অবসরজনিত বিদায় উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।
মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ শফিকুল ইসলাম, ডাঃ আবু হোসেন, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।
এই সভাটি পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা আরও কার্যকর হবে। এছাড়া, সমাজে পুলিশের সাথে জনসাধারণের সম্পর্ক উন্নয়নেও এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।