বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে বগুড়ার সান্তাহারে উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার বিকাল ৫টা থেকে বাদ্যের তালে তালে র‌্যালি আর গানে গানে পুরো পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‌্যালিটি পৌর শহরের রেলগেট, হাটখোলা, বিপিস্কুল ও স্টেশন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক তুহিন ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফেরদৌস, মাহমুদুল আলম, শাহজাহান আলম স্বপন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক লিয়ন, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সনি, মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান, তাঁতীদলের সাধারণ সম্পাদক ফারুক, জাসাসের সভাপতি একেএম জামিউল হক গোল্ডেন ও সাধারণ সম্পাদক কবীর হোসেন প্রমূখ। এসময় বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সান্তাহার স্বাধীনতা মঞ্চে পৌর জাসাসের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।