হেফাজতে ইসলাম নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে নওগাঁ জেলার সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা রেদওয়ানুল্লাহ, সহ সভাপতি হাফেজ মাও: ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাশেমী প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বক্তব্য শেষে প্রায় ঘন্টাকালব্যপী আলোচনার পর সর্বসম্মতিক্রমে হাফেজ মাও: ইউসুফ আব্দুল্লাহ হাবিবী খতিব জিরোপয়েন্ট জামে মসজিদকে সভাপতি ও মুফতি জহির রায়হান খতিব সাপাহার বাজার জামেমসজিদকে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট সাপাহার উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
। এসময় উক্ত মডেল মসজিদ মিলনায়তনে শতাধিক হাফেজ, মুফতি ও মাওলানা উপস্থিত ছিলেন।