বিশিষ্ট লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে

বিশিষ্ট লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে 'জার্নালিস্ট ফোরাম, ভোলা'।
জার্নালিস্ট ফোরাম এর সভাপতি মোঃ শাহিন কাদের এর সভাপতিত্বে স্মরণসভায় মরহুম মোশারেফ হোসেন শাজাহান এর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, প্রবীণ সাংবাদিক ও ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ তাহের, আলতাজের রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম টিটু, সিনিয়র সাংবাদিক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, জেলা বিএনপি নেতা ইয়ারুল আলম লিটন, দৈনিক ভোলার বাণী সম্পাদক মুহা. মাকসুদুর রহমান,মোশারেফ হোসেন শাজাহান স্মৃতি পরিষদের আহ্বায়ক ফারুক সিকদার, ভোলা আইনজীবীর সহ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তোয়াহা, এডভোকেট সাহাদাত হোসেন শাহীন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, দৈনিক আমার দেশ এর ভোলা প্রতিনিধি ইউনুস শরীফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাধন, জার্নালিস্ট ফোরাম এর সিনিয়র সহসভাপতি এম শাহারিয়ার জিলন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
জার্নালিস্ট ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি টিভি ও যুগান্তর প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার, আবদুস শহীদ তালুকদার, এসএ টিভি প্রতিনিধি বিল্লাল হোসেন, ইসলামিক টিভি প্রতিনিধি সোলাইমান হোসেনসহ জার্নালিস্ট ফোরাম ভোলার নেতৃবৃন্দ ও ভোলার বিশিষ্ট সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক কর্মী, সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মোশারেফ হোসেন শাজাহান ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, লেখক ও সংস্কৃতির অনুরাগী। তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ভোলার সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনে অবিস্মরণীয় অবদান রেখেছে। তিনি ছিলেন ভোলার গণমানুষের নেতা।”
তারা আরো বলেন, “এই গুণী মানুষের মৃত্যু শুধু ভোলাবাসীর জন্য নয়, দেশের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ ও কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।”
স্মরণসভা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।