জাতীয় যুবশক্তি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন আমাদের জানান,
এদিকে পদযাত্রা ও সমাবেশের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এতে স্থানীয় নেতা-কর্মী ছাড়াও দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেবেন।
প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতারা সাভার পদযাত্রায় অংশ নেবেন। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদিব আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ,সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
এছাড়াও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির আহবায়ক
এ্যাড: তারিকুল ইসলাম,
সদস্য সচিব ডা: জাহেদুল ইসলাম,মুখ্য সংগঠক ইন্জি: ফরহাদ সোহেল,
সিনিয়র মুখয়য় সংগঠক ইয়াসিন আরাফাত সহ ঢাকা জেলার নেতাকর্মীরা।
৩০ জুলাই বিকেল পাঁচ ঘটিকায় বাইপাইল থেকে শুরু হয়ে আশুলিয়া থানা পার হয়ে ইপিজেড স্বপ্লীন টাউয়ারে শেষ হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এদিকে পদযাত্রা ও সমাবেশের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুুতি নেয়া হয়েছে। এতে স্থানীয় নেতা-কর্মী ছাড়াও দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।