সোমবার (১৮ আগস্ট) দুপুরে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়ন নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ওই নারীর নাম রোজী বেগম। সে তরফপুর ইউনিয়নের মুচির চালা গ্রামের হাসমত আলীর মেয়ে।
তাৎক্ষণিকভাবে ওই পরিবারের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি তবে প্রতিবেশী সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন যাবত মনোমালিন্য চলছিলো। এর জেরে রোজী বেগম গত ৩ দিন আগে বাবার বাড়ি চলে যায়। রবিবার বিষয়টির মিমাংসা হওয়ার পর স্বামীর বাড়িতে আসে রোজী বেগম। এরপর আজ সোমবার দুপুরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মামলার প্রস্তুতি চলছে।