সারাদেশে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন,  গত ৫ ই আগস্ট ১৭ বছর ৬ মাস আন্দোলন বিপ্লবের  মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন সুর্যোদয় দেখেছেন, বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, কিন্তু এমন সময় একটি কুচক্রী স্বার্থন্বেষী মহল বিএনপির ছায়াতলে থেকে পরিপুষ্ট হয়ে অন্য দলের সাথে মিশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপির  মান ক্ষুন্ন করার চেষ্টা করে যাচ্ছে, এটা কোনভাবেই গ্রহণ যোগ্য নয়।
তিনি আরও বলেন আজকে আপনারা তারুণ্যের প্রতীক আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছেন, সারা বাংলাদেশের যে কোন আসনে বিএনপির একজন কর্মীর সাথে নির্বাচন করে জিতে দেখিয়ে তারপর তারেক রহমানকে নিয়ে কথা বলবেন। আপনারা যদি জিততে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দিবো।

বিক্ষোভ মিছিল টি ধামরাই যাত্রাবাড়ী হতে বের হয়ে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা  বাসস্ট্যান্ড এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও  উপস্থিত ছিলেন 
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রাসেল খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন,   ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, রাকিবুজ্জামান রাকিব, নাজমুল হোসেন, রাশেদ মিয়া, সাদেক মাহমুদ সাদি, জিল্লুর রহমান সহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের দশটি ইউনিটের আহবায়ক ও সদস্য সচিব।