সিরাজগঞ্জের এনায়েতপুরে পরীক্ষার খাতা দেখতে না দেয়ায় সহপাঠীদের মারধরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে

সিরাজগঞ্জের এনায়েতপুরে পরীক্ষার খাতা দেখতে না দেয়ায় সহপাঠীদের মারধরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ইমন হোসেন (১৬) খুকনী ইসলামপুর গ্রামের ইমদাদুল মোল্লার ছেলে। সে খুকনী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্র হিসেবে এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় নিহতের পরিবার বখাটে সহপাঠিদের দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নিহতের পিতা ইমদাদুল মোল্লা ও স্বজনেরা জানান, গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে কয়েকজন বখাটে সহপাঠি মেধাবী ছাত্র ইমনের খাতা দেখে পরীক্ষা দিতে চায়। তখন সে বারণ করলে পরদিন শুক্রবার বিকেলে বাড়ি থেকে ওই বখাটেদের পরামর্শে একই গ্রামের তার সহপাঠী বন্ধু রাজিম ও রাব্বি বাড়ি থেকে ইমনকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে পার্শ্ববর্তী বেলকুচি থানার দৌলতপুর নতুন পাড়ায় নিয়ে কয়েকজন মিলে বেদম মারধর করে। খবর পেয়ে ইমনের পরিবার ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে গত বুধবার বাড়ি নিয়ে আসে। এরপর শুক্রবার ভোর রাতে তার অবস্থা আবারো বেগতিক হলে তাৎক্ষণিক খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যান। এনায়েতপুর থানার ওসি মোঃ রওশন ইয়াজদানী জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। তবে তাকে মারধরের স্থানটি বেলকুচি থানার মধ্যে হলে সেখানে মামলা হবে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে।