সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামের এক গ্রামে ক্ষিপ্ত মৌমাছির আক্রমণে অন্তত ২০ জন আহত হয়েছেন

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামের এক গ্রামে ক্ষিপ্ত মৌমাছির আক্রমণে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাইদুল ইসলাম মন্ডল (৫২) কে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, ব্রাহ্মণগ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মাস্টারের বাড়ির সামনে স্বজনেরা বসে ছিলেন। এ সময় রাস্তার পাশে মাটি ফেলছিলেন শ্রমিক আলমগীর মন্ডল। হঠাৎ ক্ষিপ্ত মৌমাছির দল তাকে আক্রমণ করে। তার চিৎকারে ছুটে আসা স্থানীয়রাও একে একে মৌমাছির কামড়ে আহত হন।

মৌমাছি তাড়াতে আগুন জ্বালিয়ে ধোঁয়া দেওয়ার চেষ্টা করেন মিলন ও মিঠুন সরকার। কিন্তু তারাও রেহাই পাননি। এক পর্যায়ে আমজাদ মাস্টারের বাড়ি ও আশপাশের কয়েকটি পরিবার এবং গৃহপালিত তিনটি গরুও মৌমাছির আক্রমণের শিকার হয়।

আহতদের মধ্যে রয়েছেন: আলমগীর হোসেন মন্ডল, সাইদুল সরকার (৫৫), মিঠুন সরকার (২৭), নুর হোসেন সরকার (৩৫), হিমেল হোসেন বাবুল মাস্টার (৫০), সোনাউল্লাহ সরকার (৩২) এবং আবির হোসেন (২৮)। প্রত্যেকেই মৌমাছির ১০ থেকে শতাধিক কামড়ে আহত হয়েছেন।

স্থানীয়দের ধারণা, মৌমাছির দল হয়তো আগেই কোথাও আক্রমণের শিকার হয়ে ক্ষিপ্ত হয়ে পড়েছিল। সেই ক্ষিপ্ততায় তারা এমন অনাকাঙ্ক্ষিত আক্রমণ চালায়।