সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর বিলপাড়া গ্রামে ভাঙা কাঁঠাল খেয়ে এক পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই ২০২৫) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো—স্থানীয় বাসিন্দা নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৫) ও মেয়ে আছিয়া খাতুন (৪)। স্থানীয় সূত্র জানায়, দুপুরে তারা তিন দিন আগে কাটা একটি ভাঙা কাঁঠাল মুড়ির সঙ্গে মিশিয়ে খায়। এরপরপরই বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন বমি করতে শুরু করে এবং দ্রুত অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাদের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, বিষয়টি পুলিশ জেনেছে তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি এবং পরিবারের পক্ষ থেকে দ্রুতই দুই শিশুর লাশ দাফন করা হয়। তিনি আরও বলেন, “খাবারের বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত কোনো তদন্তও শুরু হয়নি।” এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শিশু দুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত।