আন্দোলন-সংগ্রাম, সাফল্যের গৌরবোজ্জ্বল ধারা কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার ( ২৮ আগস্ট ২০২৫ খ্রি.) সকাল  ১১ টায় পৌর শহরের  ই বি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক রাজিব আহসান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলছেন, দেশী বিদেশি যড়যন্ত্রকারীরা এখনো  ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে- এবং দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের এখনো আস্থা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার উপর। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি  আরো বলেন ,তারা জানে নির্বাচন হলেই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে।তাই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু তাদের সেই যড়যন্ত্র গণতন্ত্র প্রিয় জনগণ সফল হতে দিবে না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,যত আন্দোলন সংগ্রাম করেছেন,ত্যাগ শিকার করেছেন,কোন ভুল করলে,অন্যায় করলে সকল ত্যাগ তিতিক্ষা বৃথা যাবে,কর্মী ও জনগণের ভালোবাসায় নেতা হতে হবে, কোন জুলুমবাজের ঠিকানা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলে হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মিলন হক রন্জু,  ও সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল। 
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম রবিন, যুগ্ম- সম্পাদক মোঃ জসিম উদ্দিন,,  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম,জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, 
প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের  যুগ্ন- আহবায়ক  তানভীর শাকিল,  মোঃ নাজমুল হক, 
এসময়ে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম - সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-  আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম (রাকিব),
সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল আহমেদ, যুগ্ম  আহবায়ক আব্দুস সাওার, মোঃ রোকন সেখ, রহিত ইসলাম রাজু,  রতনকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম  আহবায়ক সামিদুল ইসলাম হাসান,  যুগ্ন আহবায়ক রোকনুজ্জামান, সহ - স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা ও মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সকল যুগ্ন আহবায়ক, সদস্যবৃন্দ, সকল উপজেলা থানা ও পৌর কমিটির আহ্বায়ক সদস্য সচিব সহ সকল যুগ্ন আহ্বায়ক বৃন্দ এবং সকল ইউনিয়নের সুপারফাইভ নেতৃবৃন্দ ও পৌর এর সকল ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিবগণ এবং 
ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।