ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের একটি খাল থেকে টুসু হিজড়া (৩২) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত টুসু হিজড়ার প্রকৃত নাম মাসুদ বেপারী। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকার বাবু বেপারীর সন্তান। ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকায় একটি ভাড়া বাসায় তিনি বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শাহমল্লিকদী এলাকার একটি খালে এক অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ইদানিং বেশ কিছু অজ্ঞাতা মরা দেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। এতে ভাঙ্গা উপজেলার মানুষের মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, টুসু হিজড়া নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।