পটুয়াখালীর গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে শুল্ককর ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোল মোট ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় শাহাদৎ হোসেন শিমুল (২৮) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।


২৮ আগস্ট ( বৃহস্পতিবার) সন্ধ্যায় গলাচিপা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


এরপর রাত সাড়ে ৮ টায়  ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে গলাচিপা  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহামুদুল হাসান। এ সময় অভিযুক্তকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে অভিযুক্ত জরিমানা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।


পুলিশ সূত্রে জানা যায় , গত ২৭ আগস্ট (বুধবার) রাত ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভিন্ন ভিন্ন নকল ব্র্যান্ডরোল মোট ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটগুলোর মধ্যে রয়েছে— কিং ব্ল্যাক, পপুলার, এনজয় নাইট, গ্লোরি অফ হলিউড, লাকি সেভেন ও ডুবাই। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে পটুয়াখালী কাস্টমস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গলাচিপায় এসে জব্দ সিগারেটগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়।


গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, জব্দ সিগারেটগুলোর গায়ে মূসক ৬.৩ উল্লেখ নেই এবং অনুমোদিত ব্যান্ডের নকল হওয়ার সন্দেহ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সিগারেট ভ্যাট-শুল্ক ফাঁকি দিয়ে উৎপাদন ও বাজারজাত করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আটক ব্যক্তি যথাযথ প্রক্রিয়ায় সিগারেট ক্রয় ও মজুদ করেননি। এজন্য তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং সিগারেটগুলো কাস্টমস ও ভ্যাট বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।