সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল হাইওয়ে থানা  পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম উমর আলী (৫০)। সে সিলেটের শাহপরান বাহুবল রোড নং-১ এলাকার   মোঃ আকদ্দস আলীর পুত্র। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় , বৃহস্পতিবার (২৮শে আগস্ট) রাত ৯:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া কালীমন্দিরের সামনে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। 

এ সময়  একটি লোকাল বাসে তল্লাশী  চালিয়ে উমর আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি বাসের পেছনের সিটে যাত্রী হিসেবে বসা ছিলেন। তার হেফাজত থেকে মোট ১৫৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

এ অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ তারেক আহমেদ রুদ্র। এছাড়াও অভিযানে  উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন, এটিএসআই মৃণাল কান্তি ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের  প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।