কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী মিনিবাসে তল্লাশী চালিয়ে ২,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তিকে যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় হাতেনাতে ধরা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এ তথ্য জানান উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।

বিজিবির তথ্যমতে, বৃহস্পতিবার ২৮ আগস্ট আনুমানিক ১,৪৫ ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী সাম্পান পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশী শুরু করে। এ সময় মিনিবাসের পিছনের সিটে যাত্রীবেশে বসে থাকা মোঃ ইয়াছিন (৩১), পিতা-মোঃ ফয়েজুল হক, গ্রাম-দমদমিয়া, দক্ষিণ হ্নীলা, ডাকঘর-হ্নীলা ৪৭৬১, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে সন্দেহ হলে তার নিকট থাকা একটি স্কুল ব্যাগ পরীক্ষা করা হয়। ব্যাগের ভেতর থেকে সাদা স্কচটেপে মোড়ানো ২,৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,
“আমাদের সদস্যরা সীমান্তে দিন-রাত সতর্ক অবস্থানে থেকে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে কাজ করছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এসব অপরাধ দমনে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত আসামি, জব্দকৃত ইয়াবা ও মোবাইল ফোন নিয়মিত মামলা দায়ের সাপেক্ষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।