বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৫৫ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য উদ্ধার করা হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৫৫ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য উদ্ধার করা হয়েছে। 

বুধবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ৭ই মে ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবিরহাওর বিওপি এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। 

এ সময় অভিযানে  বিপুল পরিমানে ভারতীয় লেহেঙ্গা, স্কিন শাইন ক্রিম, গোমেলা ক্রিম, রূপ জি ক্রিম, নিভিয়া সফট ক্রিম, ভিট হেয়ার রিমোভাল ক্রিম, সানগ্লাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, থ্রি পিস, ফ্রগ, বাচ্চাদের এ্যাঞ্জেল, লুঙ্গি, ওড়না, মহিষ, চকলেট, সাবান, আইবল ক্যান্ডি, বাসমতি চাল, বিস্কুট এবং মদ আটক করে বিজিবি।

বিজিবি জানায়  আটককৃত মালামালের আনুমানিক  বাজার মূল্য প্রায়  ২,৫৫,৬৯,৫৯৫.০০ (দুই কোটি পঞ্চান্ন লক্ষ উনসত্তর হাজার পাঁচশত পঁচানব্বই) টাকা সমপরিমাণ । 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।