পাবনার সুজানগর উপজেলার কেন্দ্রীক বাজারে প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ। রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট স্থাপন, নিষিদ্ধ জায়গায় গাড়ি পার্কিং, এবং দোকানের পণ্য বাইরে রাস্তায় প্রদর্শনের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে যানজট ক্রমেই তীব্র হয়ে উঠছে, যা বাজার এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং যানবাহনের চালকদের জন্য নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। বাজারের পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা নিজেদের দোকানের জায়গা ছাড়িয়ে রাস্তার ওপর পর্যন্ত মালামাল রেখে ব্যবসা পরিচালনা করছেন। এ ছাড়া, বাজারের বিভিন্ন পয়েন্টে অস্থায়ী দোকানপাট বসিয়ে রাস্তার বড় অংশ দখল করে নেওয়া হয়েছে। পাশাপাশি, সড়কের ওপর গাড়ি পার্কিংয়ের কারণে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। একজন স্থানীয় বাসিন্দা জানান, রাস্তা দিয়ে হাঁটা তো দূরের কথা, মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহনও সহজে চলতে পারে না। বিশেষ করে সকাল-বিকেলের বাজার সময়ে এ সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। আমরা সাধারণ মানুষ অনেক ভোগান্তি পোহাচ্ছি। অপর একজন ভ্যান চালক বলেন, বাজারের ভেতরে ঢুকলে ভ্যান নিয়ে বের হতে অনেক সময় লেগে যায়। দোকানদাররা রাস্তা দখল করে রেখেছে। কোনো নিয়ম-শৃঙ্খলা নেই। এই সমস্যার বিষয়ে মর্নিং পোস্ট প্রতিনিধি কে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার, মীর রাশেদুজ্জামান রাশেদ (ইউএনও) সুজানগর পাবনা, তিনি বলেন আমরা এর আগেও রাস্তার ওপর অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি। এই সমস্যার পুনরাবৃত্তি কেন হচ্ছে, তা আমরা খতিয়ে দেখব। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তবে, স্থানীয়রা অভিযোগ করেন যে, প্রশাসনের আগের অভিযানের পরও এ সমস্যা পুনরায় দেখা দিচ্ছে। তারা মনে করেন, প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, বাজার এলাকার রাস্তা থেকে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি, ব্যবসায়ীদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে, সড়ক ব্যবস্থাপনার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে তা কার্যকর করার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে বলে আশা করছেন ভুক্তভোগী জনগণ।