সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ আওয়ামী লীগের পাঁচ নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন। দ্রুত বিচার আইনের বিচারক লিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন জুমার মিত্র এই আদেশ দেন।

রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাবেক পৌর মেয়র নাদের বখত, জেলা ঘোচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, জেলা আওয়ামী লীগের সদস্য শাহারুল আলম আফজল, ছাত্রলীগ কর্মী মুহিবুর রহমান আদালতে এসে উপস্থিত হন। এসময় মেয়র নাদের বখতের তর সমর্থক এবং গজন্যাও আদালত প্রাঙ্গণে ফিড় করেন। আদালডের বিচারক আত্মসমর্পণকারী সকলকে জেল হাজতে প্রেরণের আদেশ দিলে, আদালত

সাবেক মেয়র নাদের বখতসহ আওয়ামী লীগের ৫ নেতা কারাগার প্রাঙ্গণে 'জয় বাংলা' যোগান তুলেন সমর্থকরা। জয় বাংলা শ্লোগান শুনে বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদ জানান। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অতিরিক্ত পিপি অ্যাড, মো. জিয়াউর রহিম শাহীন বললেন, আমরা আদালতকে বলেছি, জয় বাংলা জাতীয় শ্লোগান নয়। তারা বিশ্বাষ্পয়া সৃষ্টির জন্য এমন স্লোগান তুলেছেন। এঘটনার আইনি ব্যবস্থা নেবার জন্য আদালতের কাছে দাবি।